মোবাইল ফোন সবসময় আমাদের সাথে থাকে এবং এটি আমাদের সকলেরই নিকট নিত্যদিনের গুরুত্বপূর্ণ সঙি। হঠাৎ করে বা ভুলে মোবাইল ফোন পানিতে পড়ে গেলে কি করতে হয় তা আমরা অনেকেই সঠিক জানি না। ফলে, ভুল সিদ্বান্ত গ্রহণে আমাদের স্মার্টফোন নষ্ট হয়ে যেতে পারে। আজকের এই টিউনে আমরা এই সকল নিয়ে আলোচনা করব যে, কি করা উচিত মোবাইল ফোন পানিতে পড়ে গেলে।
আরো পড়ুনঃ
মোবাইল ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। হয়ত ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। এর ফলে বেচে যেতে পারে আপনার দামি কোন স্মার্টফোন।
দ্রুত পানি থেকে তুলে ফেলুন
আপনার মোবাইল ফোন যদি পানিতে পড়ে যায় তাহল যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে ফেলুন। যত তাড়াতাড়ি আপনি মোবাইল ফোনটিকে পানি থেকে তুলবেন মোবাইল ফোনের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা ততই কমে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব মোবাইলটি পানি থেকে তুলে নিন।
মোবাইল ফোন অফ করুন
মোবাইল ফোন পানি থেকে তোলার পর আমরা অনেকেই একটি ভুল কাজ করে থাকি। তা হলো মোবাইল ফোনটিকে পানি থেকে তুলে টেপা-টিপি করে দেখি যে কাজ করে কি না!! কিন্তু মোটেই এমনটা করা ঠিক না। এর ফলে মোবাইল ফোনের যন্ত্রাংশে পানি ঢুকে গেলে মোবাইলটি নষ্ট হয়ে যাবে। তাই মোবাইল ফোনটি পানি থেকে তুলেই সুইচ অফ করে ফেলুন।
মোবাইল ফোনটি শুকাতে দিন
মোবাইল ফোনটি সুইচ অফ করার পর অবশ্যই মোবাইল ফোনটি শুকাতে দিবেন। মোবাইল ফোনটি শুকানো জন্য এই পদ্বতিগুলো ব্যবহার করতে পারেন –
- রোদে শুকাতে দিতে পারেন।
- চালের ভিতর রেখে মোবাইল ফোনটি শুকাতে পারেন।
- হেয়ার ড্রাইভার দিয়ে মোবাইল ফোনটি শুকাতে পারেন।
মোবাইল ফোন অন করার আগে
উপরের কাজগুলো সম্পন্ন করার পর মোবাইল ফোনটি অন করার পালা। তবে অন করার আগে ভালো ভালো খেয়াল করে দেখুন ফোনটির ভিতরে পানি আছে কি না!! শতভাগ নিশ্চিত হওয়ার পর মোবাইল ফোনটি অন করবেন।
মোবাইল ফোনটি অন করার পর যদি দেখেন মোবাইল ফোনটি অন হচ্ছে না তাহলে নিকটস্থ মোবাইল ফোন সার্ভিস সেন্টারে নিয়ে যান। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করুন।