মোবাইল হারিয়ে গেলে পাওয়ার উপায়সমূহ নিয়ে এই টিউনে আলোচনা করা হবে। এই টিউন থেকে আপনি খুব সহজে জানতে পারবেন আপনার মোবাইল ফোন হারিয়ে গেলে তা কিভাবে খুঁজে বের করবেন।
মোবাইল ফোন আমাদের সকলেরই নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেক্টনিক গ্যাজেট। আমরা সকলেই প্রায় কম বেশী একটি বা তার অধিক স্মার্টফোন/ মোবাইল ফোন আছে। এই মোবাইল ফোনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ সব তথ্য থাকে। কোন কারণে আমাদের মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমরা অনেক আতংকিত হই। কেননা, মোবাইল ফোনটা হয়তো আপনার গুরুত্বপূর্ণ সব তথ্য আছে কিংবা ফোনটা আপনার শখের ইত্যাদি ইত্যাদি কারণ হতে পারে।
আরো পড়ুন
- এন্ড্রয়েড স্মার্টফোনের জন্য সেরা কিছু কি-বোর্ড অ্যাপ্লিকেশন
- স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত
আপনি চাইলে কিন্তু আপনার হারিয়ে বা চুরি হয়ে যাওয়া ফোনটি খুব সহজেই ফিরে পেতে পারেন।
মোবাইল ফোন হারিয়ে গেলে পাওয়ার উপায়
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেতে আমরা দুইটি উপায়ে খুজে পেতে পারি।
- প্রথমিক চিকিৎসা
- আইনি সহযোগীতা
প্রাথমিক চিকিৎসাঃ আপনি হয়তো একটু হাসতিছে বা অবাক হচ্ছে যে হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করতে প্রাথমিক চিকিৎসার সম্পর্ক কি!! এখানে আমি প্রাথমিক চিকিৎসা বলতে বুঝিয়েছি ততকালিন কি করলে আমরা মোবাইল ফোনটি খুজে বের করতে পারি। আমরা তখন মোবাইল ফোনটি আশে পাশে খুজে দেখতে পারি। তাই না?
এছাড়া, আপনার স্মার্টফোনটি যদি এন্ড্রয়েড স্মার্টফোন হয় আর যদি আপনার স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট দ্বারা লগিন করে থাকেন সেক্ষেত্রে, Find My Device এর মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোন খুঁজে পেলেও পেতে পারেন।
এজন্য আপনাকে কম্পিউটার বা অন্য কোন মোবাইলে জিমেইল দিয়ে লগিন করতে হবে (যে জিমেইলটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন লগিন আছে) আর গুগলে গিয়ে Find My Device লিখে সার্চ করতে হবে। অথবা, আপনি Find my Device এন্ডয়েড অ্যাপটি ডাউনলোড করতে পারেন। এবার আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটিকে সিলেক্ট করুন। দেখবেন আপনার ফোনের লোকেশন দেখা যাচ্ছে। যদি আপনার স্মার্টফোন বন্ধ হয়ে যায় তাহলে এই পদ্বতিতে খুঁজে বের করতে পারবেন না।
আইনি সহায়তাঃ হারিয়ে বা চুরি হয়ে যাওয় মোবাইল ফোন খুজে বের করার জন্য আপনি চাইলে আইনি সহায়তা নিতে পারেন। এজন্য যে তথ্যগুলো প্রয়োজন পড়বে –
- আপনার মোবাইল ফোনের মডেল
- আইইএম নাম্বার (IMEI Number)
- মোবাইল ফোন কেনার বিল পেপার (যদি থাকে)
- হারিয়ে যাওয়ার সম্ভাব্য স্থান ও তারিখ
এই তথ্যগুলো যদি আপনার জানা থাকে তাহলে নিকটস্ত পুলিশ স্টেশনে গিয়ে সাধারণ একটি জিডি আপনাকে করতে হবে। পুলিশ Imei নাম্বার ট্রেস করে আপনার মোবাইল ফোন খুজে বের করে দিতে পারবে।
আপনার জেনে রাখা ভালো যে জিডি করতে কোন প্রকার টাকা লাগে না।
এই ছিল মোবাইল ফোন হারিয়ে গেলে পাওয়ার উপায় নিয়ে পোস্ট। আশা করছ আপনার ভালো লেগেছে। পোস্ট শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবদের নিকট। যাতে করে তারাও জানতে পারে মোবাইল ফোন হারিয়ে গেলে কি করা উচিত।